রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

বাগেরহাটের ‘ভোলা’ নদীর শাখা খাল  প্রভাবশালীদের দখলে থাকায় জলাবদ্ধতার সৃষ্টি

বাগেরহাটে ঢালচাকা খালটির বেহাল অবস্থা

বাগেরহাট সংবাদদাতা: বিভিন্ন ভাবে দখল করে রাখার ফলে বাগেরহাটের ভোলা নদীর শাখা ঢালচাকা খালটি থেকে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। বাগেরহাট সদর উপজেলার খানপুর ও রাখালগাছি এর ভিতর দিয়ে প্রবাহিত ভোলা নদীর শাখা খাল ঢালচাকা খালটি বর্তমানে শতাধীক ভেসালজাল, নেট জাল, পাটা দিয়ে মাছ শিকারের ফলে পানি প্রবাহে ব্যাপক বাধা সূষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। উক্ত খাল দিয়ে ফকিরহাট উপজেলার ২০টি গ্রাম সহ মোট ৫০ টি গ্রামের পানি সরবরাহ হয়ে থাকে কিন্তুু বর্তমানে অসাধু মাছ শিকারীদের ভেসালজাল,  নেট জাল ও পাটা দিয়ে মাছ শিকারের ফলে পানি প্রবাহে ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে। বর্তমানে অতি ভারী বর্ষণে তলিয়ে যেতে বসেছে এি খালের সাথে সংযুক্ত মৎস্য ঘের, পানের বরজ, ঘেরের পাড়ের সবজি ক্ষেতসহ আমন ধানের বীজ তলা । কনকপুর গ্রামের মৎস চাষি জলিল শেখ বলেন, এখন যদি খালের জালপাটা সরানো না হয় তবে কিছু দিনের মধ্যে এই এলাকার সকল মৎস্য ঘের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জিল্লু শেখ বলেন, তার এক একর জমিতে পান বরজ রয়েছে এখনই জালপাটা অপসারণ করে পানি সরানোর ব্যবস্থা না করলে তাদের এলাকার মৎস্য ঘের সহ সকল পান বরজ তলিয়ে যাবে। এবিষয়ে জানতে চাওয়া হলে বাগেরহাট সদর উপজেলা নির্বার্হী অফিসার মোছাব্বেরুল ইসলাম  বলেন, অতি দ্রুত এই খালসহ সদর উপজেলার সকল খালের নেটপাটা, জাল অপসারণে অভিযান চালাবে উপজেলা প্রশাসন। বাগেরহাট সদর ও ফকিহাট উপজেলার অধিকাংশ খালেই এমনটা দেখা যায়। খাল ব্যবহারকারীরা প্রভাবশালী হওয়ায় এর কোনো প্রতিকার হয়না। যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন বলে অভিযোগ এসকল খালের পাশে বসবাসরতরা।

অনলাইন আপডেট

আর্কাইভ